Wednesday 21 February

তথ্য প্রযুক্তির কিছু অবাস্তব সত্য!

১। লাল পান্ডা হচ্ছে চায়নার দক্ষিন-পশ্চিমাঞ্চলের একটি প্রাণী। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে “Firefox”, যেখান থেকে ফায়ারফক্স তাদের কম্পানির নামকরণ করেন। ফায়ারফক্স লোগোটি বাস্তবিকভাবে শিয়াল নয়, একটি লাল পান্ডা।
 
২। ড্রাগন স্কিন বডি আরমর হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির শিল্ড, যেটি কাছ থেকে ব্লাস্ট হওয়া গ্রেনেড এর থেকে ও প্রতিরক্ষা করতে পারে।
 
৩। সর্বপ্রথম Apple” এর লোগোটি এমন ছিল যে, স্যার ইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসা অবস্থায় মাথায় পরার পুর্ব মুহূর্ত।
 
৪। গুগল তাদের হেডকোয়ার্টার এর ঘাস এবং আগাছা কমানোর জন্যে কেলিফোর্নিয়া গ্রেজিং কম্পানির ছাগল ভাড়া নেন।
 
৫। বিল গেটস এর বাড়ি ডিজাইন করা হয় ম্যাকিনটোশ কম্পিউটার এর মাধ্যমে।
 
৬।Robot” শব্দটি চেক শব্দ robota” থেকে এসেছে, যার অর্থ জোরপূর্বক শ্রম বা কাজ।
 
৭। আপনি একটি বিটকয়েন ট্রানজেকশন রিভার্স করতে পারবেন না, কিংবা কাউকে জোরপূর্বক ব্যয় করাতে পারবেন না।
 
৮। একজন সাধারন কম্পিউটার ব্যবহারকারী মিনিটে ৭বার চোখের পলক ফেলেন, যেখানে একজন সাধারণ মানুষ মিনিটে ২০ বার চোখের পলক ফেলেন।
 
৯। ১৯৫৬ সালে আবিষ্কৃত প্রথম VCR টি একটি পিয়ানোর সমান বড় ছিল।
 
১০। একটি সাধারণ কর্মদিবসে একজন কম্পিউটার টাইপিস্ট এর আঙ্গুল প্রায় ১২.৬ কি.মি. ভ্রমণ সমান কাজ করে।
এই ছিলো তথ্য প্রযুক্তির কিছু অবাস্তব সত্যের ১ম পর্ব। আশা করি আপনারা এর দ্বারা নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। ২য় পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ২য় পর্বে জানতে পারবেন এরকম অবাক করার মতো কিছু অবাস্তব সত্য।
সপ্নঘুড়ির সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । আমাদের পোস্ট গুলো যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয় তাহলে প্লিজ শেয়ার করুন আপনার বন্ধু দের সাথে ।
"স্বপ্ন দেখুন, স্বপ্ন নিয়েই বাচুন, অন্যের স্বপ্ন কে উৎসাহ দিন"